Shares

নববর্ষ ১৪২৩! অসাধারণ একটা দিন। অসাধারণ সময়।

সবগুলো ডিপার্টমেন্টের স্টলই ছিলো মারাত্মক সুন্দর এবং প্রাণবন্ত। সবার আন্তরিক এবং উৎসবমূখর পরিবেশে অংশ নেয়ার বিষয়টাও ছিলো দেখার মত। এর সাথে ছিলো নানান ঐতিহ্যবাহি খাবার এবং কিছু নতুন নতুন খাবার। সবমিলিয়ে অন্যরকম ভালোলাগার একটা দিন।

গান, নাচ, আবৃত্তি সব ছিলো মনে রাখার মত। নানান অনুষ্ঠানে মেতে ছিলো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে প্রাণময় ছিলো প্রতিটি মূহুর্ত। সকল শিক্ষার্থী এই সুন্দরের দাবীদার। সবাইকে ধন্যবাদ।

এর সাথে আয়োজন কমিটিকে এবং বিশ্ববিদ্যালয় প্রসাশনকেও ধন্যবাদ দিনব্যাপী অনুষ্ঠানে জন্য। 🙂

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবার আগামী সুন্দর হোক। 🙂

Photo Gallery: https://web.facebook.com/yasin.kabir/posts/10207463202472300

Shares
নববর্ষ ১৪২৩! অসাধারণ একটা দিন।

Comments

comments


Post navigation


Pin It on Pinterest